ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি ৪নং সরারচর ইউনিয়নের সিএন্ড বি রোডের পাশে অবস্থিত।
(১) মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম বাস্থবায়ন ( স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে)
(২) ডায়রিয়া, এআরআই, যক্ষ্ণা, কুষ্ঠ, কালাজ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন ( স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে)
(৩) ওয়ার্ড পর্যায়ে প্রতি ৬০০০ জন লোকের জন্য স্বাস্থ্য কর্মীদেরমাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান
(৪) ০-৫৯মাস বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ওপিভি খায়ানো ।
(৫) ৬-১২মাস বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ১টি নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।
(৬) ১-৫বছর বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ১টি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।
(৭) ২-৫ ৫বছর বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ক্রিমিনাশক ট্যাবলেট খায়ানো ।
(৮) ১৫-৪৯ ৫বছর বয়সী সকল মহিলা (গর্ভবতী সহ) কে টিটি টিকা প্রদান ।
(৯) প্রসবোওর মাকে ৪২ দিনের মধ্যে ১টি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।
(১০) মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্টানে পুষ্টি, আয়োডিন ও অন্যান্য স্বাস্থ্য শিক্ষা প্রদান ।
(১১) ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ কার্যক্রম ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS