Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি ৪নং সরারচর ইউনিয়নের সিএন্ড বি রোডের পাশে অবস্থিত।

কি সেবা কিভাবে পাবেন

(১) মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম বাস্থবায়ন  ( স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে)

(২) ডায়রিয়া, এআরআই, যক্ষ্ণা, কুষ্ঠ, কালাজ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন  ( স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে)

(৩) ওয়ার্ড পর্যায়ে প্রতি ৬০০০ জন লোকের জন্য স্বাস্থ্য কর্মীদেরমাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান 

(৪) ০-৫৯মাস বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ওপিভি খায়ানো ।

(৫) ৬-১২মাস বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ১টি নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।

(৬) ১-৫বছর  বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ১টি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।

(৭) ২-৫ ৫বছর  বয়সী সকল শিশুকে বৎসরে দু’বার ক্রিমিনাশক ট্যাবলেট খায়ানো ।

(৮) ১৫-৪৯ ৫বছর বয়সী সকল মহিলা (গর্ভবতী সহ) কে টিটি টিকা প্রদান ।

(৯) প্রসবোওর মাকে ৪২ দিনের মধ্যে ১টি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো ।  

(১০) মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের  মাধ্যমে শিক্ষা প্রতিষ্টানে পুষ্টি, আয়োডিন ও অন্যান্য স্বাস্থ্য শিক্ষা প্রদান ।

(১১) ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ কার্যক্রম ।