সরারচর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এটি সর্বপ্রথম ১৯২০ সালে স্থাপিত হয়। কালের স্বাক্ষ বহনকারী ঘোড়াউত্রা নদীর তীরে গড়ে উঠা বাজিতপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সরারচর ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ সরারচর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আরও সমুজ্জ্বল।
১) নামঃ ৪নং সরারচর ইউনিয়ন পরিষদ।
২) আয়তনঃ ১১.৪৭ (বর্গ কিঃ মিঃ)
৩) লোকসংখ্যাঃ ৪০২৭৯ জন, পুরুষ ১৯১৫৪ জন মহিলা ২১১২৫ জন।
৪) গ্রামের সংখ্যাঃ ২৯ টি।
৫) মৌজার সংখ্যাঃ ০৭ টি।
৬) হাট-বাজার সংখ্যাঃ ০২ টি।
৭) বেসরকারী উচ্চ বিদ্যালয়ঃ ০৫ টি।
৮) সিনিয়র মাদ্রাসাঃ ০৫ টি।
৯) সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ১৫ টি।
১০) ফুরকানিয়া মাদ্রাসাঃ ০৩ টি।
১১) মক্তবঃ ১০ টি।
১২) মসজিদঃ ৫৫ টি।
১৩) এতিমখানাঃ ০২ টি।
১৪) নলকূপঃ ১০৫২ টি।
১৫) অগভীর নলকূপঃ ৮০ টি।
১৬) গভীর নলকূপঃ ২৫৫ টি।
১৭) পাওয়ার পাম্পঃ ১৬ টি।
১৮) ধান ভাঙ্গার কলঃ ২৫ টি।
১৯) আটার হলার (রাইছমিল)ঃ ১৯ টি।
২০) ব্রীজ পাকাঃ ১০ টি।
২১) পাকা কালভার্টঃ ২০ টি।
২২) কবরস্থানঃ ২০ টি।
২৩) শ্মশান ঘাটঃ ০৩ টি।
২৪) তহসিল অফিসঃ ০১ টি।
২৫) সমাজ কল্যাণ কেন্দ্রঃ ০২ টি।
২৬) গুচ্ছগ্রাম/আদর্শগ্রাম/আবাসনের সংখ্যাঃ ০২ টি।
২৭) ঈদগাহ মাঠঃ ১৮ টি।
২৮) কমিউনিটি সেন্টারঃ ০৯ টি।
২৯) ক্লাব (রেজিঃ) ৬ টি।
৩০) মৎস্য সমবায় সমিতিঃ ০৩ টি।
৩১) কৃষক সমবায় সমিতিঃ ১২ টি।
৩৩) বিত্তহীন সমবায় সমিতিঃ ক) পুরুষ ০১ টি, খ) মহিলা ০১ টি।
৩৪) কলেজঃ ২টি
৩৬) মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ঃ ০৩ টি।
৩৭) নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ঃ ০২ টি।
উপজেলা থেকে যোগাযোগ মাধ্যম –পিকআপ/সিএনজি/অকোরিক্সা/রিক্সা।
দায়িত্বরত চেয়ারম্যানঃ জনাব হাবিবুর রহমান স্বপন
ইউপি ভবন স্থাপন কালঃ ২৮/১০/২০০৭ ইং।
প) নবগঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৯/১২/২০২১ইং
২) প্রথম সভার তারিখ – ০২/০১/২০২২ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০১/০১/২০২৬ ইং
ফ) গ্রাম সমূহের নাম –
ক্রমিক নং | গ্রামের নাম | ওয়ার্ড নং | নারী | পুরুষ | মোট লোকসংখা | গ্রামের ইতিহাস |
১ | খা: ভান্ডা, বুড়িকান্দা,মজলিশপুর | ০১ | ||||
২ | শরতগঞ্জ বাজার, গোবিন্দপুর, | ০২ | ||||
৩ | বাল্লা, মিরাপুর | ০৩ | ||||
৪ | তেঘরিয়া, নুরপুর,পথারিয়াকান্দি | ০৪ | ||||
৫ | পুরানগাও | ০৫ | ||||
৬ | কৈকুড়ী, উ: সরারচর, পুরানখলা | ০৬ | ||||
৭ | দক্ষিন সরারচর | ০৭ | ||||
৮ | কামালপুর, বেকী,প: ভাগলপুর | ০৮ | ||||
৯ | মাছিমপুর | ০৯ | ||||
ব) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্যঃ ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।
৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরঃ ০১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশঃ ১০ জন।
৫) উদ্যোক্তাঃ ০২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস